জাতীয় নেতাদের যারা নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ


গোপালগঞ্জে হামলার ঘটনায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, একটা জেলায় জাতীয় নেতাদের যারা নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন! আগে দেশ নিয়ন্ত্রণ করেন।
বুধবার (১৬ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এমন মন্তব্য করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের উদ্দেশে তিনি লিখেছেন, ‘এর জন্যে তোদের চরম মূল্য দিতে হবে।’ সরকারের বিরুদ্ধেও তিনি একই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশ মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।