সিলেটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম
সিলেটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

সিলেটে নিশাত ফাতিমা চৌধুরী (৩২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার দায়ে তার স্বামী শফি আহমদ চৌধুরী সুমনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গতকাল সকালে নগরীর আরামবাগ এলাকার একটি বাসা থেকে দুই সন্তানের ওই জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সাংসারিক জীবনে সুমন ও নিশাতের দুই ছেলে রয়েছে। বর্তমানে তারা নগরীর বালুচর এলাকার আরামবাগে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে নিশাতকে এলোপাথাড়ি কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন স্বামী সুমন। পরে বুধবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে নিশাতের ফুফাতো ভাইকে ফোন করেন সুমন। খবর পেয়ে নিশাতের বাপের বাড়ির আত্মীয়স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাতকে মৃত অবস্থায় দেখতে পান। সে সময় নিহতের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন এবং কালচে জখম দেখা যায়।

নিহতের স্বজনদের দাবি, নিশাত আত্মহত্যা করেছেন বলে তাদের ভুল বোঝানো হয়েছে।

এরপর বুধবার সকালে শাহপরাণ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে স্বামী সুমনের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম জানান, নিশাতের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শাহপরাণ থানায় হত্যা মামলা করা হয়। সেই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সুমনকে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, সুমন কী কারণে স্ত্রীকে মারধর করেছেন, সেটি এখনো জানা যায়নি।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।