গোপালগঞ্জে হামলা: সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বুধবার বিকালে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পয়লা জুলাই থেকে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল— “দেশ গড়তে জুলাই পদযাত্রা”— সেই কর্মসূচিতে আমরা দেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছি।’
‘তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) গোপালগঞ্জে আমাদের কর্মসূচি ছিল। আমাদের এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা জঙ্গি কায়দায় হামলা করে।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জে সমাবেশ শেষে আমরা যখন মাদারীপুরের উদ্দেশে রওনা হই, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা করে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলিবর্ষণ করে।’
‘সেখানে যারা নিরাপত্তাবাহিনী ছিল—আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের ওপরও হামলা চলায় এবং একপর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি।’
তিনি জানান, এই ঘটনার পর এনসিপির মাদারীপুর ও শরীয়তপুরের বুধবারের পথসভা স্থগিত করা হয়েছে।
গোপালগঞ্জকে ‘ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র’ হিসেবে অভিহিত করে নাহিদ বলেন, ‘পুরো দেশে যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন, তারা গোপালগঞ্জে ছিলেন। খুবই পরিকল্পিতভাবে তারা গণঅভ্যুত্থান ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে আজ সশস্ত্র হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’
‘গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই— এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’
এ সময় নাহিদ জানান, ৩০ দিনের মধ্যে এনসিপি দেশের ৬৪টি জেলায় যাবে— এটিই তাদের চ্যালেঞ্জ। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং পথসভাগুলো যথারীতি চলতে থাকবে।