দ্বাদশ বর্ষে ইউএস-বাংলা, বহরে ২৪ উড়োজাহাজ

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
দ্বাদশ বর্ষে ইউএস-বাংলা, বহরে ২৪ উড়োজাহাজ

দেশীয় বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বাদশ বছরে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে সংস্থাটি।

বুধবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৪টি উড়োজাহাজ, এর মধ্যে দুটি এয়ারবাস এ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০। অভ্যন্তরীণ রুটে ছয়টি গন্তব্য এবং আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট চালায়।

২০২৬ সালের মধ্যে লন্ডন ও রোম এবং ২০২৮ সালের মধ্যে নিউইয়র্ক ও টরন্টো রুট চালুর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক রুটে মাত্র ১৫ মিনিটে লাগেজ ডেলিভারি চালু করাকে সংস্থাটি বলছে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য উদ্যোগ’।

গত তিন বছর ধরে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা। সংস্থার কর্মী সংখ্যা প্রায় ৩ হাজার। ওয়েবসাইট ও অ্যাপে টিকিট বুকিং, ৪০টির বেশি বিক্রয়কেন্দ্র এবং ‘স্কাইস্টার’ লয়ালটি প্রোগ্রাম চালু রয়েছে।

সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, আধুনিক এয়ারক্রাফটের মাধ্যমে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় ইউএস-বাংলা।