একটি দল মুজিববাদীদের পুনর্বাসিত করছে: নাহিদ ইসলাম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ জুলাই ২০২৫, ১১:৩৬ পিএম
একটি দল মুজিববাদীদের পুনর্বাসিত করছে: নাহিদ ইসলাম

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেখেছি একটি দল ইতিহাসের এক কালে পাকিস্তানপন্থিদের পুনর্বাসন করেছিল বাংলাদেশে। এখন গণঅভ্যুথানের পরে আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্ট বলেছি, বাংলাদেশে মুজিববাদী আর চাঁদাবাজদের কোনও রাজনীতি হবে না।’

সোমবার (১৪ জুলাই) বরগুনায় পদযাত্রা করেন এনসিপির নেতারা। বিকাল ৫টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এক পথসভায় তিনি এ কথা বলেন। বরগুনার পথসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুথানের পর চাঁদাবাজ দুর্নিতী আবারও মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। আমরা বলেছিলাম, চাঁদাবাজ মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে, সেই সিস্টেমের পতন চাই। কিন্তু আমরা দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রাখছে একটি দল। চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। কয়েক দিন আগে বরগুনার ছেলে সোহাগকে পাথর দিয়ে আঘাত করতে করতে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই ধরনের সিস্টেম দেখতে চায়, বরগুনাবাসী কি পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়, বরগুনাবাসী কি চাঁদাবাজি দেখতে চায়? আপনাদের সন্তানকে ঢাকা শহরে মেরে ফেলা হয়েছে আপনারা তার প্রতিবাদ করুন।’

তিনি বলেন, ‘এই সরকারের আইনশৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানদের কীভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ কখনও পাবো না। আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে, আমরা কোনও স্বৈরতন্ত্র বাংলাদেশে ফেরত আসতে দেবো না, নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেবো না। আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি, বাংলাদেশপন্থি রাজনীতি করবো, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থি রাজনীতি আর হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘বরগুনায় আমাদের যারা মৎস্যজীবী, দিনমজুর, কৃষক রয়েছেন আমরা আপনাদেরই সন্তান। আমরা এসেছি আপনাদের কাছে। আমরা সেই তরুণ যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়ে হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম। আপনারা জানেন, দেশে একটি মাফিয়া সরকার ছিল। যারা গুম-খুন সহ এমন কোনও অপকর্ম নেই যা তারা করেনি। সেই অপকর্ম থেকে বাংলাদেশকে রক্ষা করতে ছাত্র-জনতা মাঠে নেমে এসেছিল। আপনাদের এই বরগুনার ১০ জন শহিদ হয়েছেন, জাতীয় বীর তারা। আমরা সেসব শহীদ ও যারা আহত হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

পথসভায় অংশ নিতে বিকাল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ অন্য নেতৃবৃন্দ।