এনসিপি নেতাকে গুলি: গ্রেপ্তার সেই তরুণী কারাগারে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তানিমা তন্বীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, আহত মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার একমাত্র তানিমা তন্বীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১-এর বিচারক মো. আসাদুজ্জামান কোনো শুনানি ছাড়াই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন।
এর আগে, গত ২১ ডিসেম্বর দুপুরে এনসিপির খুলনা বিভাগীয় আহ্বায়ক গুলিবিদ্ধর খবর আসে গণমাধ্যমে।
পরে পুলিশ তদন্ত করে জানতে পারে- মাদক, ইয়াবা সেবনকালে আসামি তানিমা তন্বীর ঘরেই এই গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবাসহ মাদক উদ্ধার এবং সেদিন রাতেই তন্বিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।