ঝালকাঠিতে বিদেশি মদসহ গ্রেপ্তার ৪
ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার কালিজিরা এলাকায় স্থাপিত চেকপোস্টে নলছিটি থানা পুলিশের একটি দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন, নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাহিয়ান এবং ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা প্রাইভেট কারটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।