1. হোম
  2. জাতীয়

পদত্যাগ করবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
পদত্যাগ করবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন পক্ষের দাবি থাকলেও পদত্যাগ করবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা।

ডাকসু নেতারা এসে আপনার পদত্যাগের দাবি জানিয়েছে, ইনকিলাব মঞ্চও পদত্যাগের দাবি জানিয়েছে। গতকাল আপনার পদত্যাগের গুঞ্জন ছিল, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না।

তারেক রহমানের দেশে আসা উপলক্ষে কোনো নিরাপত্তা শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, কোনো নিরাপত্তা শঙ্কা নেই।

লক্ষ্মীপুরে একজন বিএনপি নেতার বাড়িতে আগুন এবং আগুনে পুড়ে একজন শিশু নিহত হওয়ার ঘটনার তদন্ত চলছে। আর খুলনায় একজন এনসিপি নেতাকে গুলির ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তিনি বিস্তারিত ঘটনা জেনে জানাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়ে হত্যার ঘটনায়ও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিপি/আইএইচ