1. হোম
  2. সারাদেশ

বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক
খুলনা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হলেও তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলিটি তার কানের পাশ দিয়ে আঘাত করে বেরিয়ে গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে মোতালেবকে গুলি করার ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়। শুরুতে সোনাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে তাকে গুলি করা হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়লেও পরে পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে সোনাডাঙ্গার মজিদ সরণির একটি ভাড়া বাসায়।

পুলিশের তথ্যমতে, রোববার রাতে মোতালেবসহ তিন যুবক একটি ওষুধের দোকানের সামনে গাড়ি রেখে হেঁটে ওই বাসায় প্রবেশ করেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সঙ্গে থাকা সহযোগীরাই তাকে গুলি করেছে।

জানা গেছে, মাসখানেক আগে এক নারী ওই বাসাটি ভাড়া নেন। রাতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় সম্প্রতি বাড়িওয়ালা তাকে বাসা ছাড়ার নোটিশ দেন। গুলির ঘটনার পর পুলিশের অভিযানে বাসাটি থেকে মাদকদ্রব্য ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আহতের পরিবারের দাবি, মোতালেব এক সময় শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে তিনি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: এনসিপি