হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
ছবি- সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মান্দারকান্দি গ্রামে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আব্দুল হাই ও সামুর সঙ্গে মুহিত মিয়ার বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দু'পক্ষের লোকজন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে মারামারি।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নেয়া হয় বিভিন্ন হাসপাতালে।
সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।