৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সোমবার (২২ ডিসেম্বর) আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন যে, এই মামলার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালিত হবে।
আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’
আইন উপদেষ্টার এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে রাজপথে সরব রয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারের কাছে সুনির্দিষ্ট কয়েকটি দাবি পেশ করেন।
তাদের দাবিগুলো হলো-
- হাদি হত্যার জন্য একটি ডেডিকেটেড দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
- স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আন্তর্জাতিক মানের পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে।
- কোনো গোপন প্রক্রিয়া বা ‘বন্দুকযুদ্ধ’ নয়, ইনকিলাব মঞ্চ এই খুনের প্রকাশ্য ও আইনি বিচার চায়।
গত ১২ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসা শেষেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার প্রয়াণের পর থেকেই দেশজুড়ে বিচার দাবিতে ব্যাপক জনমত তৈরি হয়েছে। সরকারের এই দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন।
আরও খবর
অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার
বাংলাদেশ-জাপান ইপিএ আলোচনা সম্পন্ন, যা জানা গেল
হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা