1. হোম
  2. জাতীয়

হাদির মতোই এনসিপি নেতাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
হাদির মতোই এনসিপি নেতাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা
ছবি: বাংলাপোস্ট

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ওসমান হাদির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ জানিয়েছে, লক্ষ্য ছিল তার মাথা, কিন্তু গুলিটি কান বরাবর বিদ্ধ হয়।

এই হামলার ধরনটি সম্প্রতি নিহত ওসমান হাদির ওপর হওয়া হামলার সাথে হুবহু মিলে যাচ্ছে। তাকেও কানের পাশে গুলি করা হয়েছিল।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মোতালেবকে হত্যার উদ্দেশ্যেই মাথায় গুলি করা হয়। গুলিটি তার কানের পাশ দিয়ে বিদ্ধ হয়েছে।’

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, ‘মোতালেব শিকদার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হলেও সেখানে সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তার সিটি স্ক্যান সম্পন্ন করা হচ্ছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, তারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছেন।

তিনি প্রাথমিক পর্যবেক্ষণে বলেন, ‘ঘটনাস্থলের আশেপাশে নারী ও মাদক সংক্রান্ত অপরাধের প্রবণতা থাকায় এই হামলা অভ্যন্তরীণ কোনো কোন্দলের জেরে হয়ে থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলা শাখার নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, বিপ্লবীদের একের পর এক টার্গেট করা হচ্ছে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।