হিটলিস্টে থাকা ঝুঁকিপূর্ণদের গানম্যান, এখন পর্যন্ত নিরাপত্তা পেলেন ২০ জন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হিটলিস্টে থাকা ও নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।
এ সময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ৫০ জনের মতো ব্যক্তি আক্রান্ত হতে পারেন—এমন একটি তালিকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়ে দিয়েছি। আমাদের ডিজিএফআই, এনএসআই এবং এসবি নিজেদের মধ্যে বসে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের তালিকা করেছে। সেই অনুযায়ী তাদের গানম্যান দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, অনেকেই ব্যক্তিগত কারণে গানম্যান নিতে চাননি। তবে ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।
উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত প্রায় ২০ জন ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে। তবে এদের সবাই রাজনীতিবিদ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যেকোনো হামলা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ঝুঁকি বিবেচনায় প্রয়োজনে আরও ব্যক্তিকে নিরাপত্তার আওতায় আনা হবে বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা।
আরও খবর
অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার
৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
বাংলাদেশ-জাপান ইপিএ আলোচনা সম্পন্ন, যা জানা গেল
হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা