1. হোম
  2. জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) জানাজা শেষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়।

দাফন সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। হাদি হত্যার বিচার দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বিক্ষোভকারীরা ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আজাদি না দালালি, আজাদি আজাদি’ এবং ‘হাদি, হাদি’—এমন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। এ সময় মাইকিং করে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে বসে পড়ার অনুরোধ জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা শাহবাগে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেবেন।

সমাবেশে বক্তারা হাদি হত্যার তদন্তে ধীরগতির অভিযোগ তুলে রাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, হাদিকে গুলি করার ঘটনার ১৭২ ঘণ্টা পার হলেও এখনো ঘাতকদের শনাক্ত করতে পারেনি রাষ্ট্র। বক্তাদের দাবি, এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল নয়; বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে তারা সরাসরি অভিযুক্ত করছেন না। তবে কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা যাবে না। রাষ্ট্র এখনো স্পষ্ট করে জানায়নি, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে।

বিপি/আইএইচ