হাদি হত্যা
ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে পুনরায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) একই তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে তার বড় ভাই জানাজার নামাজ পরিচালনা করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলের নেতারা এবং বহু মানুষ জানাজায় অংশ নেন। এরপর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
শনিবার সকালে হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। পরে গোসলের জন্য মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। ভোর থেকেই অনেক মানুষ হাসপাতাল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হয়ে হাদিকে শেষবারের মতো দেখতে আসেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা শেষে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। তার মৃত্যুতে শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
বিপি/ এএস