হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসচিবের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চলছে।
অসুস্থ হওয়ার কয়েক ঘণ্টা আগেও মির্জা ফখরুল দলীয় কাজে সক্রিয় ছিলেন। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন এবং সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এরপর গভীর রাতেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন।
দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।