1. হোম
  2. রাজনীতি

লন্ডন থেকে ফিরেই হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
লন্ডন থেকে ফিরেই হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে নিজের লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকা পৌঁছান এবং বিমানবন্দর থেকেই সরাসরি শহীদ ওসমান হাদির মরদেহ দেখতে যান।

শনিবার সকালে ঢাকায় অবতরণ করার পরপরই ডা. শফিকুর রহমান ওসমান হাদির মরদেহের কাছে যান। সেখানে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের পর এক আবেগঘন স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, এই কঠিন শোকের সময়ে পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। তিনি শোকসন্তপ্ত পরিবার এবং দেশবাসীর ধৈর্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

জামায়াত আমির তার বার্তায় শরিফ ওসমান হাদিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান।

তিনি লেখেন, ‘শহীদ ওসমান হাদি কোনো বিশেষ দল বা মতের সম্পদ নন, বরং তিনি এই দেশের সার্বভৌমত্বের এক জীবন্ত প্রতীক।’

দেশের এই সংকটময় মুহূর্তে এবং বিপ্লবের এক অকুতোভয় যোদ্ধাকে বিদায় জানাতে আজ অনুষ্ঠিতব্য হাদির জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে দলে দলে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।