1. হোম
  2. জাতীয়

হাদি হাদি স্লোগানে মুখরিত গোটা শাহবাগ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
হাদি হাদি স্লোগানে মুখরিত গোটা শাহবাগ
ছবি: সংগৃহীত

ভারতীয় আধিপত্যবাদ-বিরোধী কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হাদি হাদি স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এমন স্লোগান দিতে থাকেন ছাত্র-জনতা।

তারা এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’-সহ নানা স্লোগান দিচ্ছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনি প্রচারণাকালে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরিভিত্তিতে অস্ত্রপচার করার পর অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ওসমান হাদির মৃত্যু হয়।