ওসমান হাদি আর নেই
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ছবি- সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
এর আগে, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
গত ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।
ট্যাগ:
শরিফ ওসমান হাদি
আরও খবর
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, বাইরে আগুন
হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
হাদি হাদি স্লোগানে মুখরিত গোটা শাহবাগ
এনসিপি নেত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্রশক্তির আল্টিমেটাম