গায়ে হলুদ থেকে ফেরা হলো না ২ শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম
সিটি করপোরেশনের ময়লার গাড়ি। ছবি- সংগৃহীত
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শুক্রবার ভোরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— ইরাম রেদওয়ান (২৫), যিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) এর শিক্ষার্থী, এবং অপু আহমেদ (২৫), যিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU) এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ময়লার গাড়ি জব্দ করেছে।
বিপি/ এএস
