হাদির খোঁজ নিতে মানুষের ঢল, কাঁদছেন হাসনাত-রিফাত রশিদরা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
হাদির খোঁজ নিতে মানুষের ঢল, কাঁদছেন হাসনাত-রিফাত রশিদরা
কাঁদছেন হাসনাত-রিফাত রশিদরা। ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্য ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভিড় করছেন ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির শারীরিক অবস্থার আপডেট শুনে হাসপাতালের সামনে উপস্থিত অধিকাংশকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। অনেকে দু'হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেকের জরুরি বিভাগ, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ও আইসিইউ করিডোরজুড়ে দেখা গেছে উৎকণ্ঠা, কান্না আর গভীর অসহায়তার একই চিত্র। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই ছুটে এসেছেন হাদির খোঁজ নিতে। হাসপাতালের বাইরেও ছড়িয়ে–ছিটিয়ে দাঁড়িয়ে আছেন হাজারো মানুষ।

আইসিইউয়ের সামনে হাদির রাজনৈতিক সহকর্মীদের অনেককে কান্না চেপে রাখতে ব্যর্থ হতে দেখা গেছে। কেউ দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ, কেউবা দীর্ঘক্ষণ ধরে অশ্রুসিক্ত। সহমর্মিতা জানাতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অঙ্গনের প্রতিনিধিরাও। ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের সামনে অন্য কর্মীদের কাঁধে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। একই সময় হতবিহ্বল অবস্থায় দাঁড়িয়ে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদ। তিনিও নিজেকে সামলাতে পারছিলেন না।
 
এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর আল রাজী কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। একটি মোটরসাইকেলে দুইজন এসে তাকে গুলি করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
 
সর্বশেষ তথ্য অনুযায়ী, হাদীর সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে।
 
বিপি/আইএইচ