বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পাচ্ছেন বিজিবির ৭২ জন
বাংলা পোস্ট ডেস্ক
ছবি- সংগৃহীত
পেশাগত বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদক দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এসব পদকের মধ্যে রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) ২০২৫, প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক (পিবিজিএম) ২০২৫, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) বিজিবিএমএস ২০২৫ এবং প্রেসিডেন্ট বর্ডার গার্ড (সেবা) পদক (পিবিজিএমএস) ২০২৫।
আরও বলা হয়, পদকপ্রাপ্তরা পদকসহ এককালীন আর্থিক অনুদান পাবেন।
