নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ কেমন থাকবে, জানালেন প্রেস সচিব

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ কেমন থাকবে, জানালেন প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। 

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি আইন অনুমোদন হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুরের আমদানি শুল্কও কমানো হয়েছে। এছাড়া দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।

প্রেস সচিব বলেন, গত ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই সরাসরি গুলিবর্ষণ করা হয়নি। আগামীতে দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করা হলে কঠোরভাবে দমন করা হবে। এ সময় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের প্রত্যেক পরিবারকে এককালীন ২০ লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি আহতদেরও এককালীন ৫ লাখ টাকা ও ফ্রি চিকিৎসা সেবা হবে।
 
বিপি/আইএইচ