ঠান্ডায় বসে থাকেন ঘরে, আবার বলেন বের হতে দেই না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেকে ঠান্ডার জন্য সর্দি-কাশির ভয়ে বাইরে বের হন না, ঘরে থাকেন। কিন্তু আবার বলেন আমাকে বের হতে দেয় না।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
জাতীয় পার্টি নিষিদ্ধ দল নেয় তারপরও তাদের নেতারা বলেন তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আইন শৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? পুরো মাঠ তো তারাই (রাজনৈতিক নেতারা) দখল করে রেখেছে। কে কি বলল তা তো নয়। অনেক আছেন ঘর থেকে বের হতে চান না। বলেন ভাই আমি ঘর থেকে বের হতে পারছি না।
তার শরীরের অবস্থা এমন যে বাইরে বের হলে তার ঠান্ডা লাগবে।
সে এজন্য বের হতে পারে না। সে ঘরে কম্পিউটারের মধ্যে থাকে। সেভাবে বাইরে গেলেই তো আবার আমার ঠান্ডা লাগবে, সর্দি কাশি হতে পারে। তাকে তো আমরা বের হতে না করছি না।
বিপি/ এএস
