খালেদা জিয়ার ‘এয়ার অ্যাম্বুলেন্স’ নিয়ে জানা গেল নতুন তথ্য
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
এয়ার অ্যাম্বুলেন্স। প্রতীকী ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তাকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে কাতার এয়ারওয়েজের নয়, বরং জার্মানীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় ওই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে। তবে সেটি জার্মান কোম্পানির হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করবে কাতার সরকার।
বিমানটির অবতরণে প্রয়োজনীয় অনুমতিসহ সবকিছুই ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে দূতাবাস কতৃপক্ষ জানিয়েছে।
এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়।
এদিকে খালেদা জিয়াকে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ঢাকায় এসেছেন। এরই মধ্যে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জোবাইদা রহমান।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।
বিপি/এএইচ
