প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ স্থগিত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম
প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ স্থগিত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দুই সংগঠন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ ও মানবিক দিক বিবেচনা করে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সারাদেশে চলমান বার্ষিক পরীক্ষার সময় সব বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে। পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। তবে সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে। পরীক্ষার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

 

এর আগে দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. মাহবুবর রহমান বলেন, বৈঠক না হওয়ায় বৃহস্পতিবার পরীক্ষার আয়োজন সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীদের ক্ষতির কথা ভেবে রোববার থেকেই পরীক্ষা শুরু হবে। তিনি বলেন, এরা আমাদের সন্তান, তাদের ক্ষতি হোক সেটা আমরা চাই না। দুই দিন পিছিয়ে গেলেও শিক্ষাজীবন অচল হবে না

অভিভাবকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, অনেক শিক্ষক অভিভাবকদের চাপে পড়েছিলেন। যদিও বছরের পড়াশোনা প্রায় শেষ হওয়ায় দুই দিন পরীক্ষার দেরি খুব বড় সমস্যা হতো না বলেও তিনি মন্তব্য করেন। আন্দোলনের অন্যান্য কর্মসূচি চললেও পরীক্ষাকে পুরোপুরি আওতামুক্ত রাখা হবে।

উল্লেখ্য, সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনের মধ্যেই বিভিন্ন স্থানে কর্মরত আন্দোলনকারী ৪২ জন শিক্ষককে বদলি করার অনুমোদন দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৪ ডিসেম্বরের এ আদেশে আন্দোলনের পাঁচ শীর্ষ নেতাখায়রুন নাহার লিপি, মো. শামছুদ্দীন মাসুদ, মো. আবুল কাশেম, মো. মাহবুবর রহমান এবং মো. মনিরুজ্জামানএর নামও রয়েছে।

বিপি/ এএস