ফের ভূমিকম্পে কাঁপল দেশ
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
ছবি: বাংলাপোস্ট
ভোর বেলা ভূমিকম্পে ফের কাঁপল দেশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টা ১৪ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর আমাদিয়া ইউনিয়ন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিমি পূর্বে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। যার মাত্রা ছিল ৪.১।
এর আগে, গত সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।
গেল ২১ নভেম্বর বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর থেকেই টানা বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়ে আসছে এখন অবধি। সেই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত এ নিয়ে ৯টি ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে।
বিপি/এনএ
