খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে দেশটির সরকার। চাওয়া মাত্রই সেটি বাংলাদেশে পাঠাতে প্রস্তুত তারা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির আবেদনের প্রেক্ষিতে কাতারের পক্ষ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স দেয়ার কথা জানানো হয়।

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ইতোমধ্যেই পর্যবেক্ষণ করেছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল। বিএনপি চেয়ারপার্সনের মেডিক্যাল টিম ও বিদেশি বিশেষজ্ঞ দলের যৌথ আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে তার চিকিৎসার পরবর্তি পদক্ষেপ সম্পর্কে।

বৃহস্পতিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি ও চিকিৎসার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। ধারোনা করা হচ্ছে সেখানেই জাননো হবে দেশে না বিদেশে কোথায় হবে তার চিকিৎসা। 

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।