নিয়ন্ত্রণে ঢাকা মেডিক্যালের আগুন
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
ছবি : সংগৃহীত
নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনের আগুন। ১৮ মিনিটের মাথায় সেটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফাইয়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার সোয়া ১১টার দিকে বিএমইউএর এ ব্লকের চতুর্থ তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
এর আগে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে।
এখনও আগুনের সূত্রপাত হয়েছে কী কারণে সেটি এখনও জানা যায়নি।
