পলাতক আসামিদের তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে তথ্য প্রচারে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সোমবার (১৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের মিথ্যা বক্তব্য প্রচার করা হচ্ছে, যা দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মাধ্যমে ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা জনমনে সহিংসতার উদ্বেগ তৈরি করছে এবং বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা দিচ্ছে।
এনসিএসএ এ বিষয়ে সতর্ক করে বলেছে, বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য প্রচার দেশের সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এসব বক্তব্য সরাসরি সহিংসতার উদ্রেকের আশঙ্কা তৈরি করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইন অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা ছদ্ম পরিচয়ে নিজের বা অন্যের আইডি ব্যবহার করে হেইট স্পিচ বা সহিংসতা উদ্রেককারী তথ্য প্রচার করে, তা অপরাধ হিসেবে গণ্য হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব তথ্য অপসারণ, ব্লক বা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
প্রধান সংশ্লিষ্ট ধারাগুলো হলো-
ধারা ৪(১): যদি বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাহিরে এই অধ্যাদেশের অধীন কোনো অপরাধ সংঘটন করেন যাহা বাংলাদেশে সংঘটন করিলে এই অধ্যাদেশের অধীন দণ্ডযোগ্য হইত, তাহা হইলে এই অধ্যাদেশের বিধানাবলি এইরূপে প্রযোজ্য হইবে যেন উক্ত অপরাধটি তিনি বাংলাদেশেই সংঘটন করিয়াছেন।
ধারা ৮(২): যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তথ্য উপাত্ত বিশ্লেষণসাপেক্ষে বিশ্বাস করিবার কারণ থাকে যে, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা ক্ষুণ্ন করে, ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য, যাহা সহিংসতা তৈরির উদ্বেগ সৃষ্টি করে বা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করে, তাহা হইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উক্ত তথ্য-উপাত্ত অপসারণ বা ব্লক করিবার জন্য বা, ক্ষেত্রমত, স্থানান্তরের জন্য মহাপরিচালকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে বা প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসিকে অনুরোধ করিতে পারিবে।
অপরাধ ও দণ্ড: ২৬ (১) যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে বা ছদ্ম পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে অবৈধ প্রবেশ করিয়া এমন কোনো কিছু সাইবার স্পেসে প্রকাশ বা প্রচার করেন বা করান, যাহা ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য এবং যাহা সহিংসতা তৈরি বা উদ্বেগ সৃষ্টি করে বা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা করে, তাহা হইলে অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
