রাতভর উত্তপ্ত মিরপুর; আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
রাতভর উত্তপ্ত মিরপুর; আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর ১ ও তার আশেপাশের এলাকা। দুই ঘণ্টার ব্যবধানে ১০০ গজ এলাকার ভেতর বিস্ফোরণ ঘটানো হয় ৫ টি ককটেলের। সেই উত্তপ্ততা অব্যাহত ছিল সারারাত।

রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মাজার রোডে ১০-১৫ মিনিট ধরে চলে তাদের বিক্ষোভ মিছিল। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সাথে সাথে স্থানীয়দের ভেতর আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় দারুস সালাম থানার দুটি পেট্রোলিং টিম। কিন্তু তার কিছুক্ষণ আগেই মিছিলকারীরা সটকে পড়ে।

এরপর ভোর পর্যন্ত আরও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

নাশকতাকারীদের ধরতে সারারাত ধরে চলে পুলিশের অভিযান। অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

তবে স্থানীয়দের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশের অভিযানে দ্বিতীয় কলোনী, লালকুঠি, গোদাখালি এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়কালে মিরপুর ১ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্তত ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ওভারব্রিজ থেকে ককটেল নিক্ষেপের পর পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তকে আটক করে জনতা। পরে তাকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।