নিজাম হাজারীর বাড়িতে আগুন
মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়া হয়েছে।
সোমবার শহরের মাস্টারপাড়াস্থ তার বাগানবাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে শহরের পৌরসভা প্রাঙ্গণের রাজাঝি দিঘিরপাড়ের দেয়ালে খোদাই করা শেখ মুজিবুর রহমানের ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করেন জুলাই যোদ্ধারা।
এ সময় বিক্ষুব্ধরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, নিজামের ফাঁসি চাই’, ‘নিজাম শুসেন ভাই ভাই, এক দঁড়িতে ফাঁসি চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’ নানা স্লোগান দেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সেখানে ফায়ার সার্ভিস বাড়ির সামনে লাগানো আগুন নেভায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রায়ে সন্তুষ্ট হয়ে আনন্দ প্রকাশের অংশ হিসেবে আর কিছুদিন আগে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়ার জের ধরেই এই হামলা চালিয়েছে জুলাই যোদ্ধারা।
