খতমে নবুওয়াত মহাসম্মেলনে লাখো মানুষের ঢল, একাত্ম তিন দলের শীর্ষ নেতারাও
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা।
খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে ইতোমধ্যেই যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় এ সম্মেলন শুরু হওয়ার পর বেলা ১১টার দিকে মঞ্চে উপস্থিত হন তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এরা হলেন, হেফাজতে ইসলামের আমির হযরত শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (চরমোনাই পীর)। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও উপস্থিত হয়েছেন।
সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ভারত-পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম দেশের শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলারগণ যোগ দিয়েছেন সম্মেলনে।
এছাড়াও মহাসমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি সাইয়্যিদ মাহমুদ মাদানি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কিরও।
