রাজধানীতে প্রভাব নেই লকডাউনের, স্বাভাবিক রয়েছে যান চলাচল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচীতে স্বাভাবিক রয়েছে রাজধানী ঢাকার সার্বিক পরিস্থিতি। ‘লকডাউনের’ কোনো প্রভাবই দেখা যায়নি। দিনের শুরুতে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার পরিমাণও বাড়তে থাকে।
রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে গিয়ে দেখা যায় গণপরিবহণসহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবেই চলছে। তবে গণপরিবহণের সংখ্যাটা বেশ কম।
তবে সকালে অন্যান্য দিনের তুলনায় বাসের সংখ্যা ছিল কিছুটা কম। যাত্রীসংখ্যাও তুলনামূলকভাবে কম দেখা গেছে ঢাকার বিভিন্ন পয়েন্টে।
ভোর থেকেই কর্মমুখী মানুষদের কর্মস্থলের উদ্দেশে ছুটতে দেখা যায়। গণপরিবহন কিছুটা কম থাকায় অনেককে অপেক্ষা করতে হলেও, বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করছেন মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পলাতক শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে আজ। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ অবস্থায় জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন পরিবহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
