ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
ছবি : সংগৃহীত
‘লকডাউন’ কর্মসূচীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা শরীয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি চিনিবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল করেন তাদের নেতাকর্মীরা।
এসময় তারা লাঠি ও ককটেল প্রদর্শন করে। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে যানচলাচল বন্ধ থাকে।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ আসার আগেই সড়ক থেকে সটকে পড়েন তারা।
