শেখ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
শেখ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মামলার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বাহিনীগুলোর পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তার কাজে নিয়োজিত দেখা গেছে পুলিশ-র‌্যাব, বিজিবি-সেনাবাহিনীর সদস্যদের। পাশাপাশি তৎপর রয়েছেন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শুধু ট্রাইব্যুনাল এলাকাতেই নয়। আশপাশেও ঢেকে দেয়া হয়ছে নিরাপত্তার চাদরে। ট্রাইব্যুনাল এলাকায় সাধারণ মানুষদের তো বটেই সাংবাদিকদেরও তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে।

ইতোমধ্যেই আদালতে হাজির করা হইয়েছে রাজস্বাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। 

জানা গেছে, রায়ের তারিখ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।