তেজগাঁওয়ে ট্রেনে আগুন, আটক দুই

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
তেজগাঁওয়ে ট্রেনে আগুন, আটক দুই
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে থামিয়ে রাখা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্টেশনের বাইরে থামিয়ে রাখা সেই ট্রেনে আগুন দেয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটকও করেছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।’

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত হওয়া গিয়েছে। পুলিশ ইতোমধ্যেই আগুন দেওয়ার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।