ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া সুপারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুনে বাসে থাকা একজন দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া তিনটার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। তবে রাত বেশি হওয়ায় একজন নারী ও তার ছেলে বাসের ভেতরেই থেকে যান। এছাড়া বাসের ভেতরে ছিলেন বাসের চালক জুলহাস।

এসময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিক চলে যায়। এতে বাসটিতে আগুন জ্বলতে থাকা অবস্থায় ভেতরে থাকা ছেলেটি বের হতে পারলেও তার মা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। আর ভেতরে থাকা জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ‘ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রুকনুজ্জামান বলেন, ‘সন্ত্রাসীরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে।’

ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।