প্রাথমিক শিক্ষকদের সারাদেশে কর্মবিরতি ঘোষণা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
প্রাথমিক শিক্ষকদের সারাদেশে কর্মবিরতি ঘোষণা
ছবি : সংগৃহীত

দশম গ্রেডে বেতন উন্নতিকরণের সাথে তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই কর্মবিরতির ঘোষণা দেন।

পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন।

কিন্তু বিপত্তি বাঁধে শাহবাগ থানার সামনে এসে। প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

এতে করে ১২০ শিক্ষকসহ বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।

শাহবাগ থেকে ছত্রভঙ্গ হয়ে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষকেরা। সেখান থেকেই সারাদেশে কর্মবিরতির ডাক দেন তারা।

উল্লেখ্য আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড বাস্তবায়ন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।