আ.লীগ জাতিসংঘে যে চিঠি দিয়েছে, তাতে কাজ হবে না: তৌহিদ হোসেন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
আ.লীগ জাতিসংঘে যে চিঠি দিয়েছে, তাতে কাজ হবে না: তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে, তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনডিপির ঢাকা দপ্তরে পাঠানো আওয়ামী লীগের ওই চিঠি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘকে দেওয়া আওয়ামী লীগের এ ধরনের চিঠিতে কোনো কাজ হবে না।

জাতিসংঘে পাঠানো দলটির ওই চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগপর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের আহ্বান জানাই। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষের মধ্যে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।

‘বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ’ শিরোনামে ইউএনডিপিকে চিঠি পাঠায় আওয়ামী লীগ।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে চিঠি পাঠান, যেখানে তিনি ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে ইউএনডিপির সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানান। চিঠির অনুলিপি পাঠানো হয় জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, মানবাধিকার পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়।

কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই। “বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ” শিরোনামে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। এই সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।