৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহেই, পদ ১৭০০
চলতি সপ্তাহে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা পিছিয়েছে। আগামী সপ্তাহে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হতে পারে। এতে ১ হাজার ৭০০টির বেশি ক্যাডার পদ এবং প্রায় এক হাজার নন-ক্যাডার পদসহ মোট প্রায় তিন হাজার পদের নিয়োগের ঘোষণা দেওয়া হবে।
বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পিএসসি কর্মকর্তারা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে প্রায় ২ হাজার ৮০০ পদে নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। তার মধ্যে ১ হাজার ৭০০-এর বেশি ক্যাডার পদ। আর বাকি এক হাজার নন-ক্যাডার। তবে নন-ক্যাডার পদ বাড়তে পারে।
পিএসসির ক্যাডার শাখার কর্মকর্তারা ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি। তাদের মতে, চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আগামী সপ্তাহ, অর্থাৎ ১৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
এদিকে, বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বরসহ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনেছে পিএসসি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা থেকে নামিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।
সবশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য ক্যাডার পদ ছিল ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ছিল ২০১টি।
