গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে, সিদ্ধান্ত সরকারের


গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার বা কারা কর্তৃপক্ষ—এমনটি জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (২২ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি বলেন, আদালত শুধু তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কাস্টডি মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোন জেলে বা সাবজেলে রাখা হবে, ঢাকায় থাকবে নাকি চট্টগ্রামে পাঠানো হবে—এটা সম্পূর্ণ সরকারের বা কারা অধিদপ্তরের বিষয়।
তিনি আরও বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নির্দিষ্টভাবে কারা অধিদপ্তরের। কারা কর্তৃপক্ষই ঠিক করবেন তারা কোথায় থাকবেন এবং কীভাবে আদালতে হাজির হবেন।
এর আগে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৪ জন কর্মরত সেনা কর্মকর্তা এবং একজন অবসরকালীন ছুটিতে আছেন।
সকালে বিশেষ নিরাপত্তায় ‘বাংলাদেশ জেল প্রিজন ভ্যান’ লেখা সবুজ রঙের গাড়িতে করে ওই ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়।