চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম
চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে রাজধানী বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৩) নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালের দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, সকালে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় ওই যুবক পড়ে যায়। এতে সে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে আমরা খবর পেয়ে বিকালের দিকে ওই যুবককে উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে রাতের দিকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

তিনি আরও জানান, আমরা ওই যুবকের এখন পর্যন্ত নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এআর