ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৬২

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৬২
ছবি- সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৬২ জন।

বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে খুলনা বিভাগের একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নারী ২৫৯ জন আর পুরুষ ৫০৩ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে, ১৭০ জন। এছাড়া বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন, উত্তর সিটি করপোরেশনে ১৬০ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৩ জন, সিলেট বিভাগে একজন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৩৬৭ জন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।