‘জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতিতে কাটবে ভোটের সংশয়’

Bangla Post Desk
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত:২২ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম
‘জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতিতে কাটবে ভোটের সংশয়’
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতিতে নির্বাচন নিয়ে সব সংশয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

এখনো সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কেন সংশয় রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, ‘মাঠে-ঘাটে মানুষের মধ্যে আস্থার অভাব আছে কিনা আমি জানি না। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে অনৈক্য থাকে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, ওটার কারণে হয়তো (নির্বাচন নিয়ে মানুষের সংশয়)।’

তিনি বলেন, ‘তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এ সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত আশা করি কেটে যাবে।’

নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব কি এ সরকারের নয়- এ বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘সরকার তো চেষ্টা করছে।’