‘আমি এখনো বডি ক্যামেরার দাম জানি না, আপনারা জানেন কীভাবে?’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত:২০ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত
আগামী নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জন্য বডি ক্যামেরা কিনতে এখনো দাম নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দাম নিয়ে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের প্রশ্ন রাখেন- আমি এখনো বডি ক্যামেরার দাম জানি না, আপনারা জানেন কীভাবে?
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
বডি ক্যামেরা কেনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন না যে বাজারে গেলাম কিনে নিয়ে আসলাম। এ জন্য যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী কিনা হবে।
পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, অতিরিক্ত দামে বডি ক্যামেরা কেনা হচ্ছে। এক একটা ক্যামেরার দাম এক লাখ টাকা- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনারা জানেন কীভাবে। তবে ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এরপর আর নেগোসিয়েশন হবে, তখন দাম নির্ধারণ হবে। এটা নিয়ে দামাদামি হবে, তারপর একটা মূল্যে আনা হবে।
নির্বাচনে বডি ক্যামেরা কেনার বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে উঠলেও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এখনো ওঠেনি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি, আমাদের ট্রেনিং, সেটার অগ্রগতি কতটুকু হলো- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের শিডিউলের মধ্যে যেন প্রস্তুতিটা শেষ করতে পারি।'
আগুনের ঘটনা নিয়ে কি আলোচনা হয়েছে। অনেকে নাশকতার কথা বলছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আগুনের বিষয়ে গতকাল একটা বৈঠক হয়েছে। সেখানে আমি ছিলাম না। তবে সেখানে অনেকগুলো কমিটি করে দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা হলো সেটা তারা তদন্ত করবে। তারপর আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। তদন্তের আগে আমি বলতে পারবো না।’