জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছি। জামায়াত ঘুষ-দুর্নীতি মুক্ত বরকতের বাংলাদেশ চায়। জামায়াতের হাতে ক্ষমতা গেলে, আমরা শাসক হবো না, সেবক হবো। দেশের মানুষ এখন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। রাষ্ট্র ক্ষমতায় গেলে লাখ লাখ তরুণকে কাজ দিয়ে দুর্নীতি মুক্ত সোশ্যাল বাংলাদেশ করতে চায়। বিচার ব্যবস্থা এমন সৃষ্টি করা হবে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে। আপনারা আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির সরকার দেখেছেন। ৫৪ বছরে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ওরা সবাই দুর্নীতি করেছে। বাকি রয়েছে জামায়াতে ইসলামী। মইনুদ্দিন সরকার জামায়াতের দুর্নীতি খুঁজে পায়নি। জামায়াত এমনই একটি যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না। থাকবে আল্লার ভয়।