প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্ট নিতে ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।
কাতার ও ইতালি সফর শেষে রোববার (১৯ অক্টোবর) দেশে ফিরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পাসপোর্ট নেওয়ার জন্য আপনারা যে টাকা দেন, আমরা যাদের রেমিটেন্স যোদ্ধা (প্রবাসী শ্রমিক) বলি তাদের টাকা বেশি দিতে হয়। রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে আমরা বেশি টাকা নেব না, টাকাটা সমান করে দেব।’
তিনি বলেন, ‘তাদের আমরা সব সময় রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, অনেক সময় ওই সম্মানটা তারা পায় না। অনেক জায়গায় সার্ভিসটা ভালোভাবে পাচ্ছে না।’
সব দেশেই প্রবাসীদের পাসপোর্টের ফি কমানো হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশতো একটা না, অনেকগুলো দেশ। এরপর কতটুকু কমাতে পারি আমরা দেখব।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া প্রবাসীরা বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং এয়ারপোর্টে আসার পরেও যাতে উন্নত সেবা পায়- সেই বিষয়ে আমরা চেষ্টা করব।’