অবশ্যই মেডিটেশন করা উচিত যে পাঁচ কারণে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ মে ২০২৫, ০৯:৪০ এএম
অবশ্যই মেডিটেশন করা উচিত যে পাঁচ কারণে
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ এবং অস্থিরতার মধ্যে মেডিটেশন বা ধ্যান মুক্তির এক অনন্য উপায়। বলা যায় মানসিক প্রশান্তি ও সুস্থ্য থাকার জন্য এর কোনো বিকল্প নেই। হাজার বছরের প্রাচীন এই চর্চা আধুনিক বিজ্ঞানের চোখেও ভালো থাকার এক কার্যকর উপায়। মেডিটেশন শুধু আত্মিক অনুশীলন নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এক পদ্ধতি, যা শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই বিশ্ব মেডিটেশন দিবসে জেনে নিন যে পাঁচ কারণে অবশ্যই মেডিটেশন করা উচিত।

১. মানসিক চাপ কমাতে
একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত মেডিটেশন মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণার অংশ হিসেবে এতে অংশ নিয়েছিলেন একদল মানুষ। টানা ৮ সপ্তাহের মেডিটেশন প্রোগ্রাম শেষে তারা জানিয়েছিলেন, মানসিক চাপ দারুণভাবে কমেছে তাদের।

২. মনোযোগ বাড়াতে সহায়ক
নিয়মিত মেডিটেশন মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ায়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন-ম্যাডিসনের এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মেডিটেশন করেন মনোযোগ ধরে রাখায় তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে।

৩. মানসিক স্বাস্থ্যের উন্নয়ন
হতাশা, উদ্বেগ ও মানসিক ভারসাম্য স্বাভাবিক রাখার ক্ষেত্রে মেডিটেশন অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত। একাধিক গবেষণায় দেখা গেছে, মাইন্ডফুলনেস-বেইজড স্ট্রেস রিডাকশন (এমবিএসআর) ও মাইন্ডফুলনেস-বেইজড কগনিটিভ থেরাপি (এমবিসিটি) বিষণ্নতা কমাতে সহায়তা করে।

৪. স্মৃতি এবং সৃজনশীলতার উন্নয়ন
ধ্যান মানুষের ব্রেইনের হিপোক্যাম্পাস অংশকে সক্রিয় করে, যা স্মৃতিশক্তি ও শেখার সঙ্গে জড়িত। এছাড়া মেডিটেশন সৃজনশীল চিন্তা বাড়াতেও সহায়তা করে।

৫. শরীরের ওপর ইতিবাচক প্রভাব
মেডিটেশন কেবল মন নয়, শরীরের ওপরও প্রভাব ফেলে। এটি রক্তচাপ কমায়, হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে।

মেডিটেশন এখন আর কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয়—এটি একটি বিজ্ঞানসম্মত জীবনশৈলী, যা মানসিক, শারীরিক এবং স্বাভাবিক আবেগ নিশ্চিত করে। দিনে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের ধ্যান যে কোনো ব্যক্তির জীবনে নিয়ে আসতে পারে গভীর ও ইতিবাচক পরিবর্তন। নিয়মিত মেডিটেশনের অভ্যাস মানুষের ভবিষ্যতকে করে তুলতে পারে শান্তিপূর্ণ, মানুষ হয়ে উঠতে পারে মনোযোগী ও সুখী।