ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ মে ২০২৫, ০১:১১ পিএম
ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদুর্ভোগ
ছবি : সংগৃহীত

সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল ঢাকার আকাশ। ঘড়ির কাঁটায় ১০টা বাজার কিছুক্ষণ পরই নামে ঝুম বৃষ্টি। টানা প্রায় ঘণ্টাব্যাপী চলা সেই বৃষ্টিতে নগরীর অনেক সড়ক ও অলিগলি ডুবে যায়। বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সকাল সকাল ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবীসহ সব শ্রেণিপেশার মানুষ।

বৃহস্পতিবার (২২ মে) সকালে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর জনজীবনে এই দুর্ভোগ নেমে আসার চিত্র দেখা যায়। এদিন সকাল ১০টার পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টি চলে প্রায় এক ঘণ্টা।

সরেজমিনে রাজধানীর মগবাজার, ওয়ারলেস মোড়, মালিবাগ, চৌধুরীপাড়া, কাকরাইল এলাকা ঘুরে দেখা গেছে ভোগান্তির চিত্র। ওয়ারলেস রেলগেট এলাকায় হাঁটুপানি ডিঙিয়ে অফিস-আদালত ও গন্তব্যে ছুটতে দেখা গেছে অনেককে।

জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবীরা। মগবাজার ওয়ারলেস মোড়ে কথা হয় বেসরকারি চাকুরিজীবী রবিউল আলমের সঙ্গে। তিনি বলেন, খানিক সময় বৃষ্টি হলেই এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। হাঁটু সমান পানি মাড়িয়ে বাসার গলি থেকে বের হয়েছি। অফিসে যাবো, এখন গাড়িও পাচ্ছি না।

মালিবাগের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের ভোগান্তির শেষ থাকে না। সামান্য বৃষ্টিতেই এলাকার অলিগলি রাস্তাগুলো ডুবে যায়। পুরো এলাকা পানিতে থৈ থৈ করে। এর কোনো স্থায়ী সমাধান নেই। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না হলে এই দুর্ভোগ থেকে আমাদের মুক্তি নেই।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, এখন যে মেঘ তার বৃষ্টি বেশিক্ষণ থাকবে না। বর্ষা মৌসুম হলে মেঘ থেকে দিনভর বৃষ্টি হতো। আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।